ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে: শরীফ উদ্দিন

  • আপডেট: Saturday, July 12, 2025 - 12:13 am

গোদাগাড়ী প্রতিনিধি: বাংলাদেশের পজেটিভ পরিবর্তন নিশ্চিত করতে হলে তারেক রহমানের প্রণীত ৩১ দফা রোডম্যাপ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

তিনি বলেছেন, দেশের জনগণের অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এই ৩১ দফা রোডম্যাপই হচ্ছে একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা, যা কার্যকর হলে দেশে ইতিবাচক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আসবে।

মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন গতকাল শুক্রবার বিকালে রাজশাহীর গোদাগাড়ীতে ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক ৩১ দফা পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, আড়াই বছর আগে বিএনপি যে ৩১ দফা প্রস্তাব করেছে, সেটি এখন জনগণের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের ভোটাধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে। আমরা দেশের প্রতিটি মানুষকে সাথে নিয়ে এই পরিবর্তনের যাত্রায় এগিয়ে যেতে চাই।

গোদাগাড়ী উপজেলার আ.ফ.জি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি  সামজাদ আলী। সভা শেষে বাংলাদেশের পজেটিভ পরিবর্তনের জন্য তারেক রহমানের প্রণীত ৩১ দফার লিফলেট ডাংপাড়া মোড়ে বিতরণ করা হয়।