ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৪:৪০ পূর্বাহ্ন

ভাগ্নের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন

  • আপডেট: Friday, July 11, 2025 - 12:30 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ভাগ্নের বিচার চেয়ে গতকাল বৃহস্পতিবার সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মামা ওয়াসিমুল হক।

তিনি পবা উপজেলার একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। তাঁর ভাগ্নে আল ফারুক আহমেদ ওরফে নতুন নওহাটা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে ওয়াসিমুল হক অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের আমলে ভাগ্নে নতুন তার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে প্রায় কোটি টাকা নিয়েছেন। এখনও তিনি টাকার জন্য চাপ দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, আওয়ামী সরকারের সময় এলাকার তৎকালীন এমপি আয়েন উদ্দিনের ছত্রছায়ায় নতুন এলাকায় নানা অপকর্ম করেছেন। তাছাড়া যখন-তখন টাকা চাওয়া, উচ্ছৃঙ্খল ও বেপরোয়া চালচলনের জন্য তারা ভাগ্নে নতুনের সঙ্গে মেশেন না। কিছুদিন ধরে নতুন তাঁর কাছে মোটা অংকের ‘চাঁদা’ চেয়ে আসছিলেন।

তিনি দিতে রাজি হননি বলে গত মঙ্গলবার সন্ধ্যায় পবার ভুগরইল এলাকায় নতুন তার ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করতে যান। সেখানে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রাতে নতুন আবার মামা ওয়াসিমুলের বাড়িতে লোকজন নিয়ে হামলা করতে যান। ওয়াসিম দাবি করেন, এসব ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ তার কাছে আছে।

এ নিয়ে নিরাপত্তা হীনতায় পড়ে তিনি রাজশাহীর এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দিয়েছেন। নতুনের স্ত্রী তাদের নামে অভিযোগ দায়ের করেছেন যে, পাওনা টাকা নিতে ডেকে নিয়ে নতুনকে মারধর করা হয়েছে। এ অভিযোগ মিথ্যা দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘নতুন আমার কাছে কোন টাকাই পাবে না। বরং, তার ব্যাংক ঋণের জন্য আমি তাকে প্রায় ৮০ লাখ টাকা দিয়েছি। সে মারধর, টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

বিষয়টি নিয়ে কথা বলতে গতকাল বিকেলে ওয়াসিমুলের ভাগ্নে যুবলীগ নেতা আল ফারুক আহমেদ ওরফে নতুনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।