ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৪:৫৮ অপরাহ্ন

নানীর বাড়ি যাবার সময় পদ্মায় নৌকা ডুবে শিশু নিখোঁজ

  • আপডেট: Thursday, July 10, 2025 - 11:36 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানীর বাড়ি যাবার সময় পদ্মা নদীতে নৌকা ডুবে আয়েশা খাতুন (১২) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল। এর আগে গত বুধবার বিকালে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল বলেন, বুধবার বিকালে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট থেকে একটি নৌকায় কয়েকজন যাত্রী ও মুদি দোকানের মালামাল নিয়ে দশ রশিয়া বাজার যাচ্ছিল।

এসময় বৈরী আবহাওয়ায় পদ্মায় নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝি ও অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পদ্মায় ডুবে নিখোঁজ হয় শিশু আয়েশা খাতুন। বর্তমানে স্বজনরা খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।