ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৫:০০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় ছেলেকে পিটিয়ে হত্যা

  • আপডেট: Thursday, July 10, 2025 - 11:33 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে নিজের মাকে মারধর করায় ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর-বাঘাইরপাড়ায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। নিহত ওই যুবকের নাম বাবু (২৭)। তিনি রামচন্দ্রপুর-বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

ওসি বলেন, নিহত বাবু মাদকাসক্ত ছিলেন। গত বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মাকে মারধর করেন তিনি। রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরলে তার বাবা, ভাই, স্বজনসহ এলাকাবাসী তাকে শাসনের আদলে মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যান বাবু।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা হাসপাতালের মর্গে নিহত বাবুর মরদেহের ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় নিহতের বোন শিরিন ইয়াসমিন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আর এই হত্যাকাণ্ডের পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।