বদলগাছীতে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ সোহরাব হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার সকাল ১১টা ২০ মিনিটে উপজেলার বেগুন জোয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্প। আটক সোহরাব একই গ্রামের আলী মণ্ডলের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহরাব হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল।
বেশকিছু দিন ধরে র্যাব-৫ ও সিপিসি-৩ এর গোয়েন্দা দল তার গতিবিধি লক্ষ্য রাখে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গাঁজা বিক্রির বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে সে। এ বিষয়ে র্যাবের পক্ষ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।