ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ১২:০০ পূর্বাহ্ন

চারঘাটে উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা

  • আপডেট: Thursday, July 10, 2025 - 12:30 am

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্প’র  উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডার সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ডাসকোর জেলা কো-অর্ডিনেটর মদন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌফিক রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ, উপজেলা আদিবাসী সংগঠনের সভাপতি ষষ্ঠী পাহাড়িয়াসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ। জানা গেছে, প্রকল্পের অধীনে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে এডভোকেসি কার্যক্রম পরিচালিত হবে।