কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য সহকারীদের

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে। দাবি আদায় না হলে ১ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাঁপাইনাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে সমেবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
জেলা সমন্বয়ক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা শাখার সদস্য সচিব রাকিব রাইহান, গোমস্তাপুর হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়ামত আলী, সদস্য ইসমাইল হোসেন, কানিজ ফাতেমা প্রমুখ।
আকবর আলী তার বক্তব্যে জানান, স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হচ্ছে- নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ। সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের স্নাতক স্কেলে আত্তীকরণ।
টাইম স্কেল ও উচ্চতর গ্রেড অন্তর্ভুক্ত করে পুনঃনির্ধারিত বেতন স্কেল প্রদান। পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডে সরাসরি অন্তর্ভুক্ত করা। তারা তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ ও কমপ্লিট শাটডাউন কর্মসূচির হুশিয়ারি দেন।