ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে ডাসকোর এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 11:27 pm

তানোর প্রতিনিধি: রাজশাহী তানোরে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার সময় বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তানোর উপজেলা হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক, প্রকল্পের সংক্ষিপ্ত বিবরন পেশ করেন, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা হুবার্ট ব্লুম ও নেটজ বাংলাদেশ এর পরিচালক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশনের রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. চৌধুরী সারোয়ার জাহান ডাসকো ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, উপজেলা  সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান।