ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৫ - ৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে মারধরের ঘটনার তদন্তের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Monday, July 7, 2025 - 11:58 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরে মাছ ধরতে বাঁধা দেয়ায় শামসুল হক নামের এক পাহারাদারকে মারাত্মক জখম করে প্রতিপক্ষসহ তাদের ভাড়াটিয়া লোকজন। এ ঘটনায় শামসুল হক বাদী হয়ে হেলিম আলীসহ পাঁচজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনা ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওই মামলার আশরাফ দেয়া নামের এক আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। অন্যান্য আসামিরা জামিন নেয়। গ্রামবাসীর অভিযোগ নিজেদের অপরাধ ধামাচাপা দিতে এবং মামলা থেকে বাঁচতে মারপিটের নাটক সাজিয়ে শামসুল হকসহ এলাকায় সাধারণ মানুষের বিরুদ্ধে মোহনপুর থানার অভিযোগ দায়ের করেন এজারভুক্ত মামলার আসামি হেলিম আলী।

মানববন্ধনে উপস্থিত রনি হাসান, পারভেজ ইসলাম, মনজু রহমান, আফছার আলী দেওয়ানসহ আরও অনেকে বলেন, ওইদিন ঘটনার পূবে হেলিম আলী সিএনজিতে যোগে গ্রাম থেকে সুস্থ অবস্থায় চলে যায়। মূলত শামসুল হকের মামলা থেকে বাঁচতে মারপিটের নাটক সাজিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতে থানায় অভিযোগ দিয়েছে।

পুলিশ প্রশাসনের কাছে এর সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। মামলার বাদী শামসুল হক বলেন, আমার করা মামলা থেকে বাঁচতে আসামিপক্ষ হেলিম আলী মারপিটে নাটক সাজিয়েছে। এলাকাবাসীর কাছেই জিজ্ঞাসা করেন তারাই প্রকৃত ঘটনা বলবে। এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।

অপর মামলার বাদী হেলিম আলীর কাছে মারপিটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। তারাই আমাকে মারপিট করে আহত করেছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান বলেন, থানায় দুই পক্ষের মামলা হয়েছে। দুটি মামলার তদন্ত চলছে। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। সঠিক তদন্ত করে আদালতে চার্জশিট প্রেরণ করা হবে।