ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

  • আপডেট: Saturday, July 5, 2025 - 11:42 pm

চাঁপাই ব্যুরো: চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনায় চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে বাতেন খাঁর মোড়ের একটি চায়ের দোকানের সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণ হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জেলা শহরের আরামবাগ ও চুনারীপাড়া এলাকার ছেলেদের মধ্যে বিরোধ হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে রাতে ককটেল বিস্ফোরণ হয়।

এসময় কয়েকজন যুবককে বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিতেও দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, বিকাল থেকেই দুই পক্ষের উত্তেজনা ছিল।

এরই জের ধরে সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।