রাবি ফোকলোর বিভাগের নাম পরিবর্তন না হওয়ায় অনশনে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত না হওয়ায় আবার অনশনে বসেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ শামসুজ্জোহা চত্বরের পাশে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। এর আগে ২২ মে বিভাগের নাম পরিবর্তনসহ তিন দাবিতে অনসনে বসেছিলেন শিক্ষার্থীরা।
অনশনে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, গত ২২ মে তাঁদের আন্দোলনের ফলে বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল বিভাগীয় একাডেমিক কমিটি। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন করে ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’ করার সিদ্ধান্ত হয়। কিন্তু এতদিন পার হওয়ার পরও এ বিষয়ে চূড়ান্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে বৃহস্পতিবার ডিন অফিসে সভা হলেও সেখানে স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। তাঁদের প্রস্তাবিত নাম পাস না করে অন্য একটি নামের সুপারিশ করা হয়েছে। এ জন্য তাঁরা আবার অনশনে বসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আহসান হাবিব নামের এক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন হলেও বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি। কেন হয়নি এ বিষয়ে প্রশাসনের কাছে সঠিক জবাব চাই।’ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ বলেন, ‘আমরা আগে ফোকলোর বিভাগের নাম সংস্কারসহ তিন দাবিতে আন্দোলন করেছিলাম।
আমাদের প্রস্তাবিত নাম এতদিনেও চূড়ান্ত হয়নি। শুনেছি অন্য একটি নাম প্রস্তাব করা হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।’
ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ডিন অফিসে একটি সভা হয়েছে। সেখানে ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি ৪ নম্বর এজেন্ডা হিসেবে উত্থাপিত হয়েছে। বেশকিছু নাম প্রস্তাব করা হয়েছে। উপাচার্যের নির্দেশে একটি কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।