পবিত্র আশুরা উপলক্ষে আরএমপি’ র গণবিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার: আগামী ৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে। দিনটি উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পবিত্র আশুরা উপলক্ষে জারিকৃত নোটিশে বলা হয়েছে আগামী ৬ জুলাই সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদে আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয়সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা যাবে না।
এছাড়াও একই আইনের ২৯ এর (১) (ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরকদ্রব্য বহন, তাজিয়া ও শোকমিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো/আক্রমণের উপযোগী বস্তু, ব্যাগ, পোটলা, বৈদ্যুতিক দুর্ঘটনা রোধকল্পে অধিক উচ্চতার নিশান, ধাতব বস্তু বহনসহ ‘পাইক’ মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।