ঢাকা | জুলাই ৪, ২০২৫ - ৫:৩৯ অপরাহ্ন

নানা দাবিতে নগরীতে বিএনপির মানববন্ধন

  • আপডেট: Thursday, July 3, 2025 - 11:51 pm

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহ্মখ্দুম থানা বিএনপি সাবেক সভাপতি মাসুদ, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ্মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শুকুর আলী, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলি শান্তিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাজশাহী মহানগর বিএনপি কমিটির মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে গেছে। এ কমিটি গঠন হযেছিলো ২০২১ সালের ডিসেম্বর  মাসে। একটি আহবায়ক কমিটির মেয়াদ মাত্র তিন মাস। কিন্তু এই কমিটির মেয়াদ প্রায় চার বছর হয়ে গেলেও এখন পর্যন্ত মহানগর কমিটি গঠন করতে পারেনি। শুধু তাই নয় ওই কমিটিতে যারা আছেন তারা আওয়ামী লীগের দোসর। এর একাধিক প্রমাণ রয়েছে।

বিএনপির চেয়ারপার্সন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, যারা আন্দোলন সংগ্রামের সক্রিয় ছিলেন তাদেরকে নিয়ে কমিটি গঠন করার জন্য।

কিন্তু রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি কোন শক্তির বলে বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অমান্য করে কমিটি করছেন তা তাদের বোধগম্য নয়। আসলে তারা বিএনপিকে ভালবাসেনা বলে দাবি করেন। তারা এখনো ভিতরে ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বলে উল্লেখ করেন তারা।

তারা অনতিবিলম্বে রাজশাহী মহানগর কমিটিসহ বর্তমান কমিটির তৈরি করা সকল কমিটি ভেঙে দিয়ে কাউন্সিলের মাধ্যমে মহানগর কমিটি গঠন করার দাবি জানান। আর এই দাবি না মানলে আগামীতে রাজশাহীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে  হুঁশিয়ারী দেন উপস্থিত নেতৃবৃন্দ।

Hi-performance fast WordPress hosting by FireVPS