দুর্গাপুরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্নহত্যা

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে স্ত্রীর ওড়না দিয়ে স্বামী ফিরোজ মাহমুদ (১৯) নামের এক তরুণের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন বলে অভিযোগ উঠছে। সে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের তিওরকুড়ী গ্রামের বাসিন্দা শাহিন আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা। ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
ফিরোজের বাবা শাহিন জানান, দুই বছর আগে তার বিয়ে হয় খুলনা জেলার সারঙ্গা থানার উলতলা গ্রামের এক জৈনক ব্যক্তির মেয়ের সঙ্গে। কয়েকদিন আগে তাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।
গত বুধবার রাতে তার সাবেক স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা হয়। সেই কথার প্রেক্ষিতে গতকাল অনুমানিক সকাল সাড়ে ১০টায় তার নিজ শয়ন ঘরে বাঁশের তীরের সাথে তার স্ত্রীর ওড়না গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকে।
পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া জানান, এই বয়সে ফিরোজের দুইটি বউ। প্রথম বিয়ে করেন নিজ উপজেলায়। পরে আবার বিয়ে করেন খুলনা জেলার সারঙ্গা থানার উলতলা গ্রামে। সেটাও কিছুদিন আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।