ঢাকা | জুলাই ৪, ২০২৫ - ৫:৩৭ অপরাহ্ন

নেপালের রাষ্ট্রদূত হয়েছেন চাঁপাইয়ের সন্তান শফিকুর রহমান

  • আপডেট: Thursday, July 3, 2025 - 11:15 pm

চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ও পেশাদার কূটনীতিক শফিকুর রহমানকে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশ নেপালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। গত ২৩ জুন আনুষ্ঠানিকভাবে নেপালের রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রদূত হিসেবে শফিকুর রহমান পরিচয়পত্র পেশ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন দ্বারিয়াপুর গ্রামের স্বনামধন্য শিক্ষাবিদ অধ্যাপক হাবিবুর রহমান এবং জোবাইদা বেগমের ৫ সন্তানের মধ্যে শফিকুর রহমান তৃতীয়। ছেলেদের মধ্যে কনিষ্ঠ।

তার মা এলাকায় একজন গুণী, পরোপকারী ও সমাজসেবী নারী হিসেবে পরিচিত ছিলেন। শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি পাস করেন।

রাজশাহী কলেজে উচ্চ মাধ্যমিকসহ ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে স্নাতক এবং ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

 মেধাবী শফিকুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে প্রতিটি স্তরে প্রথম স্থান (উচ্চতর দ্বিতীয় শ্রেণীতে প্রথম) অধিকার করেন। পেশাগত জীবনেও তিনি উচ্চতর ডিগ্রি লাভে জাপান সরকারের অর্থায়নে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নেও বিশেষ কৃতিত্ব দেখান।

জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১২ শিক্ষাবর্ষে সকল অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ স্কোরার হিসেবে শ্রেষ্ঠ গ্র্যাজুয়েট এবং ওই শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠানে ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হন। এই কারণে সকল ছাত্রছাত্রীর পক্ষে ভ্যালেডিক্টোরিয়ান স্পিচ দেয়ার প্রদানের বিরল সম্মান লাভ করেন।

২১তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারে নির্বাচিত হয়ে ২০০৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন শফিকুর রহমান। নেপালে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের আগে তিনি দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্য অনুবিভাগে মহাপরিচালক (যুগ্মসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়া, ইউকে, নরওয়ে ও জাপানসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনে তিনি বিদেশস্থ বাংলাদেশ মিশন সৌদি আরব, মিশর (কায়রো)সহ ঢাকাস্থ সাত জাতিভুক্ত সহযোগিতা সংস্থা বিমসটেক সচিবালয়ের প্রথম পরিচালক (বাংলাদেশ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। শফিকুর রহমান পারিবারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক।

নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে তার বিশেষ পরিচিতি রয়েছে। এছাড়া ২০২১ সাল হতে মা-বাবার স্মরণে এইচজে ফাউন্ডেশন নামে একটি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS