হাসেন জুট মিলে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে পাটজাতপণ্য আমদানি করবে ইন্দোনেশিয়া

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাট ও পাটজাতপণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। দেশের পাটপণ্যের ভিন্নতা ও গুণগত মানের কারণে ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে এই পণ্য আমদানি করতে চায়। শুধু তাই নয়, পাট ও কৃষি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখছে দেশটি।
বুধবার রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় অবস্থিত ‘হাসেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু এই আগ্রহের কথা জানান।
এসময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত কারখানার উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং পাটপণ্যের বৈচিত্রে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি এই সফরকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের পাটজাতদ্রব্য ইন্দোনেশিয়ার জাতগুলো থেকে ভিন্ন এবং এর গুণগত মানও চমৎকার।
আমরা বাংলাদেশ থেকে পাটজাতপণ্য নিতে অত্যন্ত আগ্রহী, যদি বাংলাদেশ এ বিষয়ে এগিয়ে আসে। আমাদের এই সফরের উদ্দেশ্য হলো, কীভাবে পাটজাতদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে, তা খতিয়ে দেখা।
শুধু পাটপণ্য নয়, আমরা বাংলাদেশের সঙ্গে কৃষি, বিশেষ করে আমের মতো ফলের ক্ষেত্রেও সহযোগিতা জোরদার করতে চাই। কৃষিক্ষেত্রে যৌথ উদ্যোগ নেওয়া হলে ইন্দোনেশিয়া বাংলাদেশে বিনিয়োগ করতেও প্রস্তুত। সেক্ষেত্রে রাজশাহী অঞ্চলের সম্ভাবনাকে বিশেষভাবে বিবেচনা করা হবে।”
রাষ্ট্রদূতের এই আগ্রহকে স্বাগত জানিয়ে হাসেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসেন আলী বলেন, “ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের এই সফর আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের।
তিনি ও তাঁর প্রতিনিধিদল আমাদের কারখানার উৎপাদন প্রক্রিয়া, পাটের বহুমুখী ব্যবহার এবং পাট থেকে উৎপাদিত অন্যান্য পণ্য (বাই-প্রোডাক্ট) নিয়ে ব্যাপক উৎসাহ দেখিয়েছেন। এটি বাংলাদেশের পাট খাতের জন্য একটি উজ্জ্বল সম্ভাবনা।
রাষ্ট্রদূত ও তাঁর দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ব্যাপারে তাঁদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন।
আমরা আশা করি, এই সফরের মাধ্যমে ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের একটি দীর্ঘস্থায়ী বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হবে এবং বাংলাদেশের পাটপণ্য বিশ্ববাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
পরিদর্শনকালে রাষ্ট্রদূত কারখানার ব্যাগ প্রস্তুত প্রক্রিয়া, সুতা উৎপাদন এবং অন্যান্য পণ্যের উৎপাদন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় হাসেন জুট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তাহেরা হাসেন, পরিচালক তৌফিক হাসান, নির্বাহী পরিচালক আহসান হাবীবসহ ইন্দোনেশীয় দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ওয়াহিউ রিয়াদি, ডিফেন্স অ্যাটাচে ইমাম সেতিয়াওয়ান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।