ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:২৪ পূর্বাহ্ন

সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে ইফতার মাহফিল

  • আপডেট: Friday, April 22, 2022 - 11:26 pm

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিশিষ্ট রাজনীতিবিদ রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের রহনপুরের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সমাজসেবকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রহনপুর বড়বাজারে চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, রহনপুর শিল্প বনিক সমিতির সাবেক সভাপতি আফতাব হোসেন লালন, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা বল্টু খান, আওয়ামী লীগ নেতা ডা. মজিবুর রহমান প্রমুখ। ইফতার পূর্বে তার নিজ পরিবারবর্গ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।