বাঘায় ইয়াবা ক্রয়-বিক্রয়কালে সময় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা সদরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় বাঘা পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রাসেল (২০) ও একই উপজেলার আড়পাড়া গ্রামের তসিকুল ইসলাম এর ছেলে মিজানুর রহমান (১৯)।
এরা দু’জন পুলিশের চোখ ফাঁকি দিয়ে এর আগেও একাধিক বার মাদক ক্রয় বিক্রয় এবং পাচার করেছেন বলে উল্লেখ করেছেন স্থানীয় লোকজন।
সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাঘা পৌর সভার সামনে থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুজনকে গ্রেপ্তার করেন। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) অ.ফ.ম আছাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল তাদের গ্রেপ্তার করে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।