ঢাকা | জুলাই ৩, ২০২৫ - ৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ

  • আপডেট: Wednesday, July 2, 2025 - 1:02 am

স্টাফ রিপোর্টার: পবায় খরিপ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬০০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া হাইব্রিড মরিচ ও শাকসবজি চাষের জন্য কয়েকশ কৃষককে প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য উপকরণ দেয়া হয়েছে।

পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কয়েকশ কৃষকের মধ্যে আম, নারিকেল ও তালের চারা বিতরণ করা হয়। প্রণোদনা বিতরণের পাশাপাশি দেশিয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে বক্তব্য প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Hi-performance fast WordPress hosting by FireVPS