ঢাকা | জুলাই ১, ২০২৫ - ১২:৫৫ অপরাহ্ন

রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 1:19 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে নানা কর্মসূিচর মধ্যে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৭০তম বার্ষিকী  উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার একাডেমি চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত সিধু-কানহুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে হাড়ি ভাঙ্গা খেলা, তীর ধনুক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর একাডেমির হলরুমে  আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেেেব উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক। সভাপতিত্ব করে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী কমিটির সদস্য সুসেন কুমার স্যামদুয়ার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র একাডেমির উপপরিচালক বেনজামিন টুপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গনেশ মার্ডি ও আদিবাসী নেতা আন্দ্রিয়াস বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কবীর আহমেদ বিন্দু ও নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতাসহ সকল কর্মকর্তা-কর্মচারী ও আদিবাসী জনগণ।

জাতীয় আদিবাসী পরিষদ

এদিকে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাজশাহী মহানগরীর গণকপাড়া হতে আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় গণকপাড়ায় এসে শেষ করেন। এরপর জাতীয় আদিবাসী পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি  ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করার দাবীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গনেশ মার্ডি। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  বিমল চন্দ্র রাজোয়ার এর সঞ্চালনায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুর রহমান জামিল, বেসরকারী উন্নয়ন সংস্থা রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,  জাতীয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি রাজকুমার শাঁও, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি উত্তম কুমার খালকো, সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, সদস্য শ্যামল এক্কা ও রিবন হেম্ব্রম। এছাড়াও অন্যান  আদিবাসী নেতৃবৃন্দ  ও সাধারণ জনগণ উপ¯ি’ত ছিলেন।

এদিকে, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, যেখানে অধিকার বঞ্চনা সেখানেই ‘হুল’ শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে উদযাপিত হলো ঐতিহাসিক সান্তাল হুল দিবস।

সোমবার গোদাগাড়ী উপজেলার কাকনহাটে সিসিবিভিও ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহযোগিতায় এবং রক্ষাগোলা সমন্বয় কমিটি ও গ্রাম সংগঠন সমূহের আয়োজনে রক্ষাগোলা সংগঠনের নৃত্তাতিক জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও পথ সভার মাধ্যমে এই দিবসটি পালিত হয়।

দিবস পালনের অনুষ্ঠানে আলোচনা সভায় রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার। আলোচনা সভায় বক্তব্য রাখেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সুমিতা হাঁসদা, মলিন মার্ডী, বাপ্পি মার্ডী, মুকুল সরেন, রঞ্জিত রায়।

Hi-performance fast WordPress hosting by FireVPS