নগরীতে আইনজীবীর মোটরসাইকেল চুরি

স্টাফ রিপোর্টার: নগরীর মতিহার এলাকা থেকে জুম্মার নামাজ পড়ার সময় এক আইনজীবীর মোটরসাইকেল চুরি হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার নগরীর মতিহার থানাধীন ভালুকপুকুর এলাকায় অ্যাডভোকেট নূর-এ কামরুজ্জামান ইরান মসজিদের বাইরে তার ব্যবহত পালসার মোটরসাইকেল ( রাজ মেট্রো-ল-১২-৪১৫৯) রেখে জুম্মার নামাজ পড়তে ঢোকেন।
নামাজ শেষে বের হয়ে দেখেন তার গাড়িটি কেবা কারা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় মতিহার থানায় ২৭ জুন মামলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়িটির কোন সন্ধান পাওয়া যায়নি।