ঢাকা | জুলাই ২, ২০২৫ - ১:০৭ অপরাহ্ন

শিরোনাম

বিএনপি নেত্রী শাহনাজের মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 12:42 am

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনাজ খাতুন ওরফে শিমু শাহনাজের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ভোলাহাট প্রেসক্লাবের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা খিজির হায়াত মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম, যুবদল নেতা মো. আজিম, ছাত্রদল নেতা মাসুদ রানা, মহিলা দলের বিউটি, বিএনপি কর্মী আব্দুল হাই, আনোয়ার পরভেজ প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৩ জুন ভোলাহাটের চরধরমপুর গ্রামে রান্নার সময় পারিবারিক কলহের জেরে সাইবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি তার স্ত্রী তাজকেরা বেগমের (৪০) ছুড়ে মারা গরম ডালে পুড়ে-ঝলসে যান। বর্তমানে সাইবুর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ২৮ জুন বিকালে সাইবুরের ভাই ভোলাহাট থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় তাজকেরা বেগমকে প্রধানসহ শাহনাজকে ৬ নম্বর আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শাহনাজের নির্দেশ এবং উসকানিতে তাজকেরা তার স্বামীকে ডাল ছুড়ে মারেন।

মামলার ব্যাপারে শাহনাজের বড়ভাই শাহ কবীর বলেন, একটি মহল তাদের ভুল বুঝিয়ে থানায় অভিযোগ করান। কিন্তু পুলিশ তাজকেরার অভিযোগ না নেয়ায় তার পক্ষে সুপারিশ করতে গিয়ে পুলিশের রোষানলে পড়েন শাহনাজ।

এরই ধারবাহিকতায় মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মামলার তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS