ঢাকা | জুলাই ১, ২০২৫ - ১২:৫৫ অপরাহ্ন

শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই নিহত

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 12:40 am

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই সহিফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। গত সোমবার সকাল ৯টার দিকে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপশন গ্রামের মৃত আবুল কাসেম আলীর ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জেলার কালাই উপজেলার পাইকপাড়া-সরকারপাড়া গ্রামে জুয়েল হোসেনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল।

এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে শ্যালক জুয়েলের (৪০) সঙ্গে দুলাভাই সহিফুল ইসলামের (৫৫) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল উত্তেজিত হয়ে সহিফুল ইসলামের বাম হাতের বগলের নিচে ছুরিকাঘাত করে। এতে রক্তাক্ত ও জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তবে হত্যাকারী জুয়েলের পরিবারের দাবি, জুয়েল মানসিক রোগী। তাকে চিকিৎসা করানোর জন্য দুলাভাই সহিফুল ইসলাম তার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসেন। সেখানে এসে তার শ্যালক জুয়েলকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যেতে চাইলে তিনি উত্তেজিত হন। পরে একপর্যায়ে জুয়েল ছুরিকাঘাতে তার দুলাভাইকে হত্যা করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকারী জুয়েলকে উত্তেজিত জনতা মারধর করেন। বর্তমানে তিনি কালাই সরকারি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS