ঢাকা | জুলাই ১৭, ২০২৫ - ৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩, আহত ৮

  • আপডেট: Tuesday, June 24, 2025 - 1:06 pm

অনলাইন ডেস্ক: দক্ষিণ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন নিহত ও আট জন আহত হয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি শুরু হওয়ার কিছুক্ষণ আগে এ হামলা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ইসরাইলের জরুরি পরিষেবার বরাত দিয়ে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এক্স-এ এক বিবৃতিতে বলেছেন, ‘দক্ষিণ ইসরাইলে ক্ষেপণাস্ত্রের আঘাতে এখন পর্যন্ত তিন জন নিহত এবং কমপক্ষে আট জন আহত হয়েছে।

গুরুতর আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছয় জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় এমডিএ।

সূত্র: বাসস