ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:৩১ পূর্বাহ্ন

বিশ্ব পানি দিবস উপলক্ষে পবায় আলোচনা সভা

  • আপডেট: Thursday, April 21, 2022 - 9:52 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজশাহীর পবায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কাশিয়াডাঙ্গা কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার আয়োজনে ‘অদৃশ্য ভূ-গর্ভস্থ পানির গুরুত্ব ও সম্ভাবনা দৃশ্যমান করে পানি অধিকারই মানবাধিকার’ প্রত্যয়ে আলোচনায় সভাপতিত্ব করেন রুলফাও’র নির্বাহী পরিচালক আফজাল হোসেন।

বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্লাস্টের প্রতিনিধি এ্যাড. সামিনা বেগম, কসবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাংলাদেশ যাত্রা ফেডারেশন রাজশাহীর সভাপতি গোলাম মুর্শেদ মুছা, এনজিও প্রতিনিধি এভারেস্ট হেমব্রম প্রমুখ।