ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:৩০ পূর্বাহ্ন

মেডিকেলে ভর্তি হতে মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসন

  • আপডেট: Thursday, April 21, 2022 - 9:25 pm

স্টাফ রিপোর্টার: মেডিকেল কলেজে ভর্তির জন্য রাজশাহীর এক মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়ে তার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে তাঁকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আবদুল জলিল নিজ কার্যালয়ে এই শিক্ষার্থীর হাতে সহায়তার নগদ টাকা ও চেক তুলে দেন।

সহায়তা পাওয়া এই শিক্ষার্থীর নাম ইমন আলী। বাড়ি রাজশাহীর পবা উপজেলার কুখণ্ডি গ্রামে। ইমন চারঘাটের সরদহ সরকারি উচ্চ বিদ্যালয় ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করে এ বছর সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছিল। কিন্তু ভর্তির টাকা জোগাড় করতে পারছিলেন তা তার ইটভাটার শ্রমিক বাবা। এতে ফিকে হয়ে আসছিল ইমনের চিকিৎসক হবার স্বপ্ন।

বাধ্য হয়ে তিনি আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক আবদুল জলিল।