ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ২:৩১ পূর্বাহ্ন

গল টেস্টের প্রথম দিনে জোড়া সেঞ্চুরি, ভালো অবস্থানে বাংলাদেশ

  • আপডেট: Tuesday, June 17, 2025 - 6:38 pm

অনলাইন ডেস্ক: শুরুর ধকল কাটিয়ে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ভালোভাবেই শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল।

গল টেস্টের প্রথম দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান। ১৪টি চার আর এক ছক্কায় ১৩৬ ও পাঁচ বাউন্ডারিতে ১০৫ রান করে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

মঙ্গলবার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের শুরুতে ১৬.১ ওভারে স্কোর বোর্ডে ৪৫ রান জমা হতেই সাজঘরে ফেরেন প্রথম সারির ৩ ব্যাটসম্যান।

ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১০ বল মোকবালে করে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। দলীয় ৫ রানে ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন বিজয়।

১৫তম ওভারের শেষ বলে মিলান রত্নায়েকের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম অনিক। তিনি ৫৩ বলে ১৪ রান করে আউট হন।

দলীয় ৪৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি ওয়ানডের স্টাইলে ব্যাট করে ৩৩ বলে চার বাউন্ডারিতে ২৯ রান করে সাজঘরে ফেরেন।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তারা প্রথম সেশেনের পানিপান বিরতির পর থেকে দিনের শেষ বিকেল পর্যন্ত  অনবদ্য ব্যাটিং করেন।

নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটিতে ৪৪৩ বল মোকাবেলা করে ২৪৭ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটিতেই সেঞ্চুরি তুলে নেন দুজনে।