ঢাকা | জুলাই ২৯, ২০২৫ - ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় নাসা ইলেকট্রনিক্সের গ্রাহক সমাবেশ ও র‌্যালি

  • আপডেট: Sunday, June 1, 2025 - 11:15 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় নাসা ইলেকট্রনিক্সের উদ্যোগে ও র‌্যানকন লিমিটেডের আয়োজনে রোববার গ্রাহক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাসা মোটরস এর কার্যালয়ে গ্রাহক সমাবেশে মিলিত হয়।

এতে জাপানী ব্রান্ডের তোশিবা টিভি ও তোশিবা ফ্রিজ ব্যবহারের কৌশল বিষয়ে গ্রাহকদের বিভিন্ন নির্দেশনা সম্পর্কে বক্তব্য দেন র‌্যানকন ইলেকট্রনিক্সের হেড অব সেলস কর্মকর্তা শাহ আলম।

নাসা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান, প্রভাষক আফজাল হোসেন, নাসা বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, সহকারী শিক্ষক সাজেদুর রহমান, সহকারী শিক্ষক সোহরাব হোসেন ও  টেকনিশিয়ান মাসুদ রানা প্রমুখ।