ঢাকা | মে ২৯, ২০২৫ - ১২:৩২ অপরাহ্ন

বদলগাছীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, May 27, 2025 - 11:30 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ডরুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় নওগাঁর বদলগাছীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় পার্টনার কংগ্রেসের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। উত্তম কৃষি চর্চা বিষয়ে বিভিন্ন ধারনা উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে কৃষকদের ধারণা প্রদান ও করণীয় কি- সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রিপা রাণী, সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন, রিসোর্স পারসন হিসেবে কৃষকদের মাঝে বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলার সমবায় অফিসার হারুন অর রশিদ।

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রাপ্ত ধারণা প্রতিবেশী কৃষকের নিকট পৌঁছে দেয়ার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানানো হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS