গোদাগাড়ীতে ভূমি মেলার সমাপনী অনুষ্ঠিত

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শেষ হলো তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৫ মে শুরু হওয়া এ মেলার সমাপ্তি ঘটে গতকাল ২৭ মে।
বিকাল ৪টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ। ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে এই মেলার আয়োজন করা হয়েছে।
ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, রেকর্ড সংশোধন, অনলাইন পর্চা ও নকশা প্রদানসহ নানা কার্যক্রম এক ছাতার নিচে চালু রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামসুল ইসলাম বলেন, ভূমি সেবায় ডিজিটালাইজেশন এখন বাস্তবতা। সব সেবা এখন অনলাইন ও ক্যাশলেস। তবে যারা এখনো ডিজিটাল সেবায় অভ্যস্ত নন, তাদের জন্যই মূলত এই মেলার আয়োজন। মেলায় ইউনিয়ন পর্যায় থেকে আগত সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা ছিল মেলার অন্যতম আকর্ষণ। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের ভূমি ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও হয়রানিমুক্ত করতে চালু করা হয়েছে ২৪/৭ কল সেন্টার, নাগরিক ভূমিসেবা কেন্দ্র, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও মোবাইল অ্যাপ।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, সমবায় কর্মকর্তা জিগার হাসান, কৃষি কর্মকর্তা মমিনুল হক, কানুন গো তৃষিত কুমার সাহা ,ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনজুর রহমান প্রমুখ।