ঢাকা | মে ২৯, ২০২৫ - ১২:৪০ অপরাহ্ন

কলমা ইউপি কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট: Tuesday, May 27, 2025 - 11:21 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ১নং কলমা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দরগাডাঙ্গা বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে ইউপি বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সর্বসম্মতি ক্রমে আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং মুকুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট ১নং কলমা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত থেকে আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন তানোর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দীন (মিঠু) ও যুগ্ম আহ্বায়ক বিএম আহম্মেদ এবং সদস্য সচিব মোতালেব হোসেন।

এসময় তানোর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS