পুঠিয়ায় ভুট্টা খেত থেকে নারীর মরদেহ উদ্ধার

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ভুট্টার খেত থেকে সূর্য বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের উজালপুর এলাকায় ভুট্টা খেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা নারী একই গ্রামের মৃত. মফিজ উদ্দিনের স্ত্রী।
সূর্য বেগমের ছেলে এরশাদ আলী জানান, তার মা সন্ধ্যার সময় বাড়ির পাশে বিলে ছাগল আনতে যায়। ছাগল নিয়ে বাড়িতে আসতে দেরি করায় তিনি তার মাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
এক পর্য়ায়ে তিনি ভুট্টার জমির ভিতরে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে বিষয়টি দেখে এলাকাবাসী থানায় খবর দেন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সন্দেহজনক হওয়ায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সূর্য বেগমকে হত্যা করে কেউ ভূট্টা খেতে ফেলে রেখেছে। ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।