ঢাকা | মে ২৯, ২০২৫ - ৩:৪৪ অপরাহ্ন

বড়াইগ্রামে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক সভা 

  • আপডেট: Tuesday, May 27, 2025 - 11:10 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান।

সভায় জেলা সহকারী তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা  আব্দুল আউয়াল, বাগডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য নির্ভর বাংলাদেশের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান নোমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক এবং শিক্ষার্থী মেহেদী হাসান ও কানিজ ফাতেমা বক্তব্য রাখেন।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS