ঢাকা | মে ২৯, ২০২৫ - ৩:০২ পূর্বাহ্ন

নগর থানা-ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে বিএনপির মানববন্ধন

  • আপডেট: Tuesday, May 27, 2025 - 12:25 am

স্টাফ রিপোর্টার: নতুন করে বিএনপি রাজশাহী মহানগর, থানা এবং ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন হয়েছে।

সোমবার বেলা ১১টায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহীর আয়োজনে আওয়ামী দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত, ত্যাগী নেতা কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা এবং ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনকালে এ দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি বিগত দিনের আন্দোলন সংগ্রামে কোন কাজ করেননি। তারা আওয়ামী লীগের সাথে যোগসাজস করে চলাফেরা করেছে। অথচ ত্যাগী নেতারা সকল প্রকার বাধা অতিক্রম করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এর নির্দেশ ও পরামর্শক্রমে তারা জীবন বাজি রেখে মাঠে ছিলেন। তারা মহানগরীর সকল কমিটি ভেঙে দিয়ে ত্যাগী ও প্রকৃত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্র্মীদের সমন্বয়ে নয়া কমিটি গঠন করার দাবি জানান। দাবি না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারী দেন তারা।

রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে মনাববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজপাড়া থানার সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, শাহমখদুম থানার সাবেক সভাপতি মাসুদ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শাহমখদুম থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, মতিহার থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি  নেতা আবুল কালাম আজাদ সুইট প্রমুখ।

Hi-performance fast WordPress hosting by FireVPS