রাজশাহীতে চ্যানেল-২৪ টেলিভিশনের বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে চ্যানেল টোয়েন্টিফোরের ১৩তম বর্ষপূর্তি। শনিবার সকালে নগরীর আমানা ফুড ভিলা কনফারেন্স রুমে রাজশাহী ব্যুরো অফিসের উদ্যোগে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানের। সেখানে সংবাদ কর্মীসহ সমাজের নানা শ্রেণিপেশার মানুষ শুভেচ্ছা জানাতে আসেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রকৌশল শাখার ডিজিএম হাসনাত রণী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এনটিভির সিনিয়র করেসপনডেন্ট শ.ম সাজু এবং সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশন রাজশাহী ব্যুরো ইনচার্জ আহসান হাবীব অপু, সংগঠনের বর্তমান সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, এটিএন নিউজের বুলবুল হাবীব, যমুনা টিভির রিপোর্টার তারেক মাহমুদ ও সময় টিভির রিপোর্টার শাহীন আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অতিথিরা চ্যানেল টোয়েন্টিফোরের সংবাদের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান। পরে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।