ঢাকা | মে ২৪, ২০২৫ - ৭:৪৬ অপরাহ্ন

ইউসেপ এর চাইল্ড ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, May 24, 2025 - 10:37 am

স্টাফ রিপোর্টার: ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যোগে গ্রীন অ্যাম্বাসিডরদের নিয়ে চাইল্ড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ইউসেপ চারটি টেকনিক্যাল স্কুলের গ্রীন অ্যাম্বাসিডরদের নিয়ে চাইল্ড ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় চাইল্ড ক্যাম্প শিশু সুরক্ষা, গ্রীন স্কিলস এবং পরিবেশ বিষয়ে আলোকপাত করা হয়। চাইল্ড ক্যাম্প উদ্বোধন করেন ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশন ডাইরেক্টর আব্দুল মান্নান। তিনি চাইল্ড ক্যাম্প বিষয়ে বক্তব্য প্রদান করেন।

শিশু পরিষদ সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য প্রশংসা করেন এবং এ ধরনের ব্যতিক্রমী আয়োজনকে সুস্বাগত ও ধন্যবাদ জানান।

চাইল্ড ক্যাম্প নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন ইউসেপ বাংলাদেশের সোশ্যাল (ইনক্লুশন ও সেফগার্র্ডিং) স্পেশালিস্ট নাদিয়া খাতুন এবং ইউসেপ বাংলাদেশের (গ্রিভেট প্রজেক্ট) স্পেশালিস্ট জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও প্রোগামে উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী অঞ্চলের রিজিওন্যাল ম্যানেজার শাহিনুল ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড একাউন্টসের সিনিয়র অফিসার জাহাঙ্গীর কবির, সোশ্যাল ইনক্লুশন ও এমপ্লয়মেন্ট ইউনিটের ইনচার্জ খন্দকার ফরিদ আহমেদ, টিম লিডার, স্কুলের হেড অব টেকনিক্যাল, ইনস্ট্রাক্টর ও ফোকাল পারসন সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, চাইল্ড ক্যাম্প ফটো কনটেস্ট এক্সিবেশন, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, ২০২৫ সালের কর্মপরিকল্পনা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘শিশুর দক্ষতাই. শিশুর সুরক্ষা’ স্লোগানে চাইল্ড ক্যাম্পে অংশগ্রহণকারী গ্রীন অ্যাম্বাসিডরবৃন্দ দিনব্যাপী শিশু অধিকার, শিশু সুরক্ষা, গ্রীন স্কিলস ও পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS