ঢাকা | মে ২৪, ২০২৫ - ৭:৫৯ অপরাহ্ন

নির্বাচনের পাশাপাশি হাসিনার বিচারের

  • আপডেট: Saturday, May 24, 2025 - 9:39 am

রোডম্যাপ চান, বিএনপিকে সারজিস

সোনালী ডেস্ক: বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, আজ বিএনপির সালাহউদ্দিন ভাই বলেছেন- চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া।

এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি। এনসিপির এ নেতা আরও লেখেন, সালাহউদ্দিন ভাইসহ বিএনপির কাছে আহ্বান থাকবে, নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান।

দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান। এত বড় একটা গণঅভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়- যোগ করেন সারজিস আলম।

Hi-performance fast WordPress hosting by FireVPS