ঢাকা | মে ২৪, ২০২৫ - ১১:০৬ পূর্বাহ্ন

বেকায়দায় সোনামসজিদ স্থলবন্দরের তৈরি পোশাক রপ্তানিকারকেরা

  • আপডেট: Saturday, May 24, 2025 - 12:27 am

ভারতের আমদানি নিষেধাজ্ঞা

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের তৈরি পোশাক রপ্তানিকারকেরা। এতে সরকার গত ৫ দিনে প্রায় ৭০ লাখ ডলার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। আর এমন অবস্থায় বাণিজ্য সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা।

সোনামসজিদ শুল্ক কাস্টমস স্টেশনের জয়েন্ট কমিশনার অব কাস্টমস আরিফুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দর বন্দর দিয়ে ১০ থেকে ১৫ ট্রাক পাটজাত পণ্য, প্রাণ ও আরএফএল কোম্পানির বিভিন্ন পণ্য, প্লাস্টিক সামগ্রী, কাঠের আসবাবপত্র এবং গার্মেন্টস পণ্য রপ্তানি হলেও; ভারতীয় নিষেধাজ্ঞায় গত ১৭ মে থেকে বন্ধ রয়েছে তৈরি পোশাক রপ্তানি। আর এতে সরকার গত ৫ দিনে প্রায় ৭০ লাখ ডলার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরও জানান, গত ৬ মাসে এই বন্দর দিয়ে প্রায় ৪ হাজার মেট্রিক টন তৈরি পোশাক ভারতে রপ্তানি হয়েছে। যার রপ্তানি মূল্য ৫৬ লাখ ৩ হজার ৩৯১ মার্কিন ডলার।

আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, আমদানি নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে এই বন্দরের ছোট ছোট তৈরি পোশাক রপ্তানিকারকরা। এতে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশের ব্যবসায়ীরা। বাড়বে বাণিজ্য ঘাটতি। অন্যদিকে বন্দরের অনেক শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে।

সিঅ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রওশন আলী জানান, একটি ট্রাকে ৫৫ থেকে ৬০ লাখ টাকার গার্মেন্টস পণ্য ভারতে পাঠানো হয়। ভারতের এ নিষেধাজ্ঞার ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে প্রায় ১০৫ ট্রাক গার্মেন্টস পণ্য প্রস্তুত ছিল ভারতে পাঠানোর জন্য।

সোনামসজিদ বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার এ সিদ্ধান্ত দেশের রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে। সড়ক পথের চেয়ে কোলকাতা সমুদ্র পথে অতিরিক্ত সময় ও যোগাযোগ ব্যবস্থা কঠিন এবং ব্যয়বহুল হওয়ায় রপ্তানি নিষেধাজ্ঞায় ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হবে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, ‘সাপটা’ চুক্তির আওতায় এ ধরনের এক তরফা নিষেধাজ্ঞা ভারত দিতে পারে না। এতে হঠাৎ নিষেধাজ্ঞায় বাণিজ্য বৈষম্য আরও বাড়বে।

এ অবস্থায় বিষয়টি বিবেচনায় নিয়ে বাণিজ্য সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের সহযোগিতা কামনা করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS