রাজশাহী জেলা পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পুলিশের আট থানার উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ঘর পাওয়া আটজনের বাড়ি গিয়ে সোমবার একযোগে এই ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে আসে সংশ্লিষ্ট থানার পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, প্রত্যেক পরিবারকেই চাল, ছোলা, ডাল, তেল, পেঁয়াজ ও আলু দেওয়া হয়েছে।