নগরীতে ফারাক্কা লং মার্চের গণজমায়েত সফল করার লক্ষে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: আগামী ২৪ মে নগরীর সাহেব বাজার বড় মসজিদ প্রাঙ্গণে মাওলানা ভাষানীর ফারাক্কা লং মার্চ ৪৯তম দিবস উদযাপন উপলক্ষে গণজমায়েত অনুষ্ঠিত হবে।
নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন রাজশাহীর সহায়তায় অনুষ্ঠিতব্য গণজমায়েতকে সফল করার লক্ষে গতকাল বুধবার দিনব্যাপী লিফলেট বিতরণ করা হয়।
এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন- নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন রাজশাহীর সভাপতি অ্যাড. এনামূল হক, সাধারণ সম্পাদক অ্যাড. হোসেন আলী পিয়ারা, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক জাভেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. ইশিতী ইয়াসমিন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন রাজশাহীর নির্বাহী সদস্য শুভরায় চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, দিবসটিতে ফারাক্কা লংমার্চ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ডা. ওয়াসিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম।
প্রধান বক্তা থাকবেন রাসিক সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি থাকবেন রাবি ভাষানী ফাউন্ডেশনের সভাপতি ড. জিএম শফিউর রহমান।