ঢাকা | মে ২২, ২০২৫ - ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম

রাবির সাথে মেটলাইফ ইন্স্যুরেন্স এর চুক্তি স্বাক্ষর

  • আপডেট: Thursday, May 22, 2025 - 12:36 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে মেটলাইফ ইন্স্যুরেন্স লি. এক বীমা চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় রাবির সহায়ক, সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারীরা গোষ্ঠী বীমা সুবিধা পাবে। চুক্তির মেয়াদ হবে ১ জুন ২০২৫ থেকে পরবর্তী ৩ বছর।

বুধবার রাবির শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এতে রাবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ ও মেটলাইফ ইন্স্যুরেন্স লি. এর পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট বিজনেস) মোহাম্মদ শাফিকুল আলম ও ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহমান স্বাক্ষর করেন।

সেখানে অন্যদের মধ্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS