ঢাকা | মে ২২, ২০২৫ - ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

তারুণ্যের সমাবেশ ঘিরে পুঠিয়ায় যুবদলের প্রস্তুতি সভা

  • আপডেট: Wednesday, May 21, 2025 - 10:27 pm

পুঠিয়া প্রতিনিধি: আগামী ২৪ মে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে রাজশাহী জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে পুঠিয়া উপজেলা ও পৌর যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকাল ৪টায় পুঠিয়া সরকারি পি এন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো।

উক্ত প্রস্তুতি সভায় পুঠিয়া পৌর যুবদলের আহ্বায়ক নেফাউর রহমান সুমন-এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন লাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ খুরশীদ রেজভী, যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান ও সদস্য মাসুদ রানা মন্ডল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ও মাহামুদুর রহমান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার, আল আমিন ও শওকত হাসান শানু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিফ হোসেন দ্বীপ, ফয়েজ উদ্দিন ও মাহার উদ্দিন ফকির, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা জোহা বাবু, যুবদল নেতা আহসান হাবিব, মিঠু মহুরী, মিজান হোসেন, নাহিদ হাসান শিকদার সুমন,  সাবেক ছাত্রনেতা তোফা ইসলামসহ উপজেলার ৬ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশ থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কি ধরনের কাজ করবে তাঁর সুস্পষ্ট ধারণা তুলে ধরবেন তারেক রহমান। তাই এই সমাবেশ সফল করতে রাজশাহী জেলা ও উপজেলা থেকে ১০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন বলে জানান নেতৃবৃন্দ।

Hi-performance fast WordPress hosting by FireVPS