রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অপহরণের শিকার নবম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা থানা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল।
গ্রেপ্তার দুজন হলেন- নাটোর সদর উপজেলার লোচনগর খামারপাড়া গ্রামের জহুরুল ইসলাম (৫৫) ও একই গ্রামের আব্দুল্লাহ আল মুবিন ওরফে আকাশ (২৯)। গতকাল সোমবার দুপুরে র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, ওই কিশোরীর সঙ্গে আসামি আকাশের পূর্বপরিচয় ছিল।
এরই সূত্র ধরে গত ১৩ এপ্রিল দুপুরে রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত ১৮ এপ্রিল রাজশাহীর মতিহার থানায় একটি অপহরণ মামলা করেন।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-৫-এর একটি বিশেষ দল অপহরণকারীদের গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত রোববার রাজশাহীর কাশিয়াডাঙা থানা এলাকা থেকে অপহরণ মামলার মূল হোতা আকাশ এবং ৩ নম্বর আসামি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পাশাপাশি ওই কিশোরীকেও উদ্ধার করা হয়। পরে তিন জনকেই মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।