আজ রাজশাহী আসছেন পানি সম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: আজ সোমবার একদিনের সফরে রাজশাহী আসছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি এদিন সকাল ১০টায় রাজশাহী চারঘাটে রেগুলেটর ও তৎসংলগ্ন বড়াল নদীর উৎস মুখ পরিদর্শন করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় নাটোরের বড়াইগ্রামস্থ বড়াল ১ ভেন্ট রেগুলেটর ও তৎসংলগ্ন বড়াল নদী পরিদর্শন করবেন।
এরপর বিকাল সাড়ে ৩ টায় রাজশাহী সার্কিট হাউজ মিলনায়তনে পরিবেশ ও বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।