ঢাকা | মে ১৯, ২০২৫ - ২:৫৫ পূর্বাহ্ন

আন্তজেলা ভলিবল প্রতিযোগিতায় রাজশাহী ও সাতক্ষীরা ফাইনালে।

  • আপডেট: Sunday, May 18, 2025 - 6:23 pm

স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালে যশোর জেলাকে হারিয়ে আন্ত জেলা নারী ভলিবল প্রতিযোগিতার ফাইনালে উঠলো রাজশাহী জেলা মহিলা ভলিবল দল।
রোববার বেলা তিনটায় ঢাকায় ইনডোর ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তজেলা ভলিবল প্রতিযোগিতার সেমিফাইনালে যশোর জেলা দলকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে ফাইনালে উঠেছে রাজশাহী জেলা দল।

আগামীকাল সোমবার বেলা তিনটায় প্রতিযোগিতার ফাইনালে শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে রাজশাহী ও সাতক্ষীরা ।

উল্লেখ্য, রোববার সকাল দশটায় রাজশাহী গ্রুপ পর্বে তাদের শেষ খেলায় বগুড়া জেলা দলকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে যায় রাজশাহী জেলা দল এবং বিকেল ৪টায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে যশোরকে ৩-০ সেটে পরাজিত করে ফাইনালে উঠে রাজশাহী জেলা দল।

দিনের অপর সেমিফাইনালে সাতক্ষীরা ৩-০ সেটে চট্টগ্রামকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS