ছেলেদের ওপর যৌন শোষণ প্রতিরোধে পরামর্শক সভা

স্টাফ রিপোর্টার: শনিবার আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ড এর সহযোগিতায় এসিডি ব্লু আমব্রেলা দিবস পালন উপলক্ষে ছেলেদের ওপর যৌন সহিংসতা প্রতিরোধ, অধিকার রক্ষা এবং নিরাপদ ভবিষ্যত বিনির্মাণে পরামর্শক সভার আয়োজন করে।
ছেলেদের ওপর যৌন নির্যাতন, লাঞ্ছনা এবং শোষণ থেকে কিভাবে অধিকতর সুরক্ষা নিশ্চিত করা যায়, একই সাথে একটি ইতিবাচক পরিবর্তনশীল মনোভাব নিয়ে সমাজ বিনির্মাণ করা যায় তার লক্ষ্যেই অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ব্লু আমব্রেলা দিবসের কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করেন বলে জানান আয়োজক প্রতিষ্ঠান। পরামর্শক সভায় ১৭ জন ছেলে ২৩ জন মেয়ে সভায় তাদের মতামত উপস্থাপন করেন।
ছেলে শিশুর ওপর যৌন সহিংসতার প্রভাব, মূল কারণ, প্রতিকারে করণীয় এবং কাদের দায়িত্ব, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার লক্ষ্যে সকল ধরনের লিঙ্গ-নির্বিশেষে প্রতিটি শিশুর প্রয়োজনীয়তার প্রতি মনোযোগ আকর্ষণ, বিশ্বকে মনে করিয়ে দেয়ার আহ্বান যে, ছেলেরাও ক্ষতির শিকার হতে পারে, ক্ষতিকারক অপরিবর্তনীয় বিষয়ের সাথে লড়াই করা, অনলাইনে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানো, সহায়তা সংশ্লিষ্ট পরিষেবাগুলির জন্য অ্যাডভোকেসি করার ওপর তাগিদ দেন। সুব্রত কুমার পাল পরামর্শক সভাটি পরিচালনায় মূখ্য ভূমিকা পালন করেন। এসময় এসিডি কর্মী আব্দুল হান্নান ও মৌসুমী খাতুন বিভিন্ন সেশন পরিচালনায় সহায়তা করেন।
এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডি এর আয়োজনে ‘‘চিলড্রেন নো বেটার মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন’’ প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়।
অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় শিশুদের নেতৃত্ব বিকাশ এবং শিশুর অংশগ্রহণ অর্জনের লক্ষ্যে কর্মসূচি মূল্যায়নের সক্ষমতা তৈরি করার উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য শিশুদের ভূমিকা, শিশু সুরক্ষা নীতিমালা ও শিশু সুরক্ষাকে সামনে রেখে উক্ত সভায় প্রকল্পের কর্ম এলাকা রাজশাহী সিটি কর্পোরেশনসহ গোদাগাড়ী ও মোহনপুর উপজেলা হতে ২৫ জন নির্বাচিত শিশু নেতা ও ১০ জন পিয়ার এডুকেটর অংশগ্রহণ করে।
সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা ও বিগত কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়। নতুন কার্যক্রম, লক্ষ্য নির্ধারণ করা এবং বিগত কাজের চ্যালেঞ্জ বা বাধাঁ ও সমাধান প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় ও দলীয় কাজের মাধ্যমে আগামীর কর্মপরিকল্পনা তৈরি করা হয়। শিশু নেতা হিসেবে শিশুরা তাদের অর্জন সমূহ দলীয় আলোচনায় তুলে ধরেন এই সভায়। প্রজেক্ট কোঅর্ডিনেটর আলী আহম্মেদ, প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।