ঢাকা | মে ১৮, ২০২৫ - ১০:৪৯ পূর্বাহ্ন

পবায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনার মহাপরিচালক

  • আপডেট: Sunday, May 18, 2025 - 12:26 am

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুল রহমান।

শনিবার উপজেলার পারিলা ইউনিয়নের উজিরপুকুর এলাকায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী, ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সরকারি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন অবস্থা সরেজমিনে পর্যালোচনা করতেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পবায় আসেন। এসময় তিনি পারিলা ইউনিয়নের উজিরপুকুর এলাকার দুইটি সিসি ঢালাই রাস্তা ও একটি কাঁচা মাটির রাস্তা পরিদর্শন করেন।

তিনি আরও জানান, ইউনিয়নের উজিরপুকুর এলাকায় গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ৩৫০ মিটার ও ২৮০ মিটার ডব্লিউবিএম দুইটি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। এই ৩৫০ মিটার রাস্তা বরাদ্দ ছিল ৩ লাখ ১৫ হাজার টাকা। এই রাস্তা দুইটির কাজ পরিদর্শনে এসেছিলেন তিনি।

উজিরপুকুর এলাকার বাসিন্দা আলহাজ্ব মসলেম উদ্দিন মন্ডল জানান, আমি গত বছর এই সময় রাস্তায় কাঁদা-পানি জমে থাকতে দেখেছি। তখন হাঁটা-চলাচলের অনেক কষ্ট হতো। এখন আর কষ্ট হচ্ছে না। এই রাস্তার কাজটি ভালো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS