ঢাকা | মে ১৮, ২০২৫ - ১১:১০ পূর্বাহ্ন

গতকাল ছুটির দিনেও অফিস খোলা ছিল

  • আপডেট: Sunday, May 18, 2025 - 12:20 am

স্টাফ রিপোর্টার: সরকারি নির্দেশে সাপ্তাহিক ছুটির দিনেও  শনিবার সারা দেশেরমত রাজশাহীতেও সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস খোলা ছিল।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির কারণে কর্ম ঘণ্টা পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও গতকাল শনিবার দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, আধাস্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস খোলা ছিল। এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ৬ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, ঈদের পরে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে। ফলে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা ঈদের ছুটি উপভোগ করবেন। এই টানা ছুটি বাস্তবায়নের অংশ হিসেবেই মূলত গতকাল ও আগামী ২৪ মে এই দুই শনিবার অফিস চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ছুটিকালীন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ১৭ ও ২৪ মে এই দুই শনিবার সব অফিস যথারীতি চালু থাকবে।

এছাড়া, জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সেবাগুলো যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। একইভাবে, চিকিৎসা সেবা, হাসপাতাল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মী ও যানবাহন এই ছুটির বাইরে থাকবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS