ঢাকা | মে ১৭, ২০২৫ - ১:৪২ অপরাহ্ন

শিরোনাম

বদলগাছীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট: Friday, May 16, 2025 - 11:12 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র মোরসালিন ওরফে সানিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা গ্রামে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, আমি কর্মক্ষেত্রে টাঙ্গাইলে থাকি। গত বুধবার বিকেলে আমার স্ত্রী ফোনে জানায়, মেয়ের রক্তক্ষরণ হচ্ছে। তখন স্থানীয় এক ডাক্তারকে দেখানো হয়।

ডাক্তার দেখে বলেন, জরুরি ভিত্তিতে মেয়েকে হাসপাতালে নেন। তখন মেয়েকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

মেয়ে জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে কোলাবাজারের পাশে বসবাসরত ফারুক হোসেনের ছেলে মোরসালিন সানি ধর্ষণ করেছে। সে লজ্জায় বিষয়টি বলতে পারছে না।

ছাত্রীর বাবা আরো বলেন, গত বৃহস্পতিবার জয়পুরহাট হাসপাতালে কৌশলে মোরসালিনকে ডেকে নিয়ে আটকে রেখে থানায় খবর দিলে বদলগাছী থানা পুলিশ রাতে জয়পুরহাট হাসপাতাল থেকে মোরসালিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, স্কুলছাত্রী স্বীকারোক্তি দিয়েছে। তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে। সে আঘাতপ্রাপ্ত হওয়ায় রক্তক্ষরণ হয়েছে। তার বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS