ঢাকা | মে ১৭, ২০২৫ - ১:৪৩ অপরাহ্ন

শিরোনাম

বাড়ির সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে মারল প্রতিবেশী

  • আপডেট: Friday, May 16, 2025 - 11:10 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে একজন বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে।

শুক্রবার উপজেলার নওগাঁ ইউনিয়নে চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান (৬০)। তিনি নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, নিহত সাইদুর রহমানের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী বেল্লাল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে সাইদুর রহমান বাড়ি ফেরার পথে প্রতিবেশী বেল্লাল হোসেনের ছেলে আনিসুল হক তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আনিসুল হকের বাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এ ঘটনার পর অভিযুক্ত আনিসুল পলাতক রয়েছেন। বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘিরে রেখেছে।

তারা আনিসুলের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS